All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVG2012
আমি বুধাদিত্য ব্যানার্জী। ছোট থেকে একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেছে। পড়াশোনায় খুব খারাপ ছিলাম না। নিজের যোগ্যতায় মাধ্যমিক , উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেছি।ক্লাস 6 এ আমার সেতারে হাতেখড়ি। সেই থেকে শিখে চলেছি এখনও।কিছু কনসার্ট এ বাজিয়েছি। তবে বিনা পারিশ্রমিকে। বহু গুণী মানুষের স্নেহ পেয়ে চলেছি। আমার বাবা স্বর্গীয় গুরু সোমনাথ ব্যানার্জী একজন প্রথিতযশা তাবলাবাদক ছিলেন। তার কাছেই আমার তবলার তালিম পেয়েছি।আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার বোন বিবাহিত। আমার দুই ভাগিনা আছে। আস্তিক ও আদ্রিক মুখার্জী। এছাড়া আমার ব্যানার্জী পরিবারে আমার বোনেরা ও ভাইরা আছে। আমার মেজো ভাই একজন neurosurgeon. 2023 সালের 22 সে অক্টোবর আমার বাবা চলে যাওয়ার পরে মা ও আমি উভয়েই উভয়ের জন্য আছি। আমার ও মায়ের একজন বন্ধু দরকার। আমার জগৎ অনেক বড়। কিন্তু আমার মায়ের জন্য চিন্তিত থাকি সর্বদা। বাবা তাঁর শেষ কথা আমাকে বলে গিয়েছিলেন। " বোচন, তোর মাকে দেখিস .....।
আর সব শেষে বলতে চাই , আমি , আমার পরিবার , আমার গুরুজনদের সম্পর্কে কিছু বলবো না। যদি কেউ আমার বন্ধু হিসাবে আমাদের বাড়ি থাকতে আসেন , তবে সে নোজেই চিনে নিতে পারবেন।
About Life Partner Preferences:
আমি এমন একজনকে খুঁজি যে আমার মতো দারিদ্র্যের মধ্যে আনন্দ খুঁজে নিতে সমর্থ হবে সেই হবে আমার সঙ্গিনী। আমি কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করি না। আমার কাছে সব ধর্মই শ্রদ্ধেয়। আমার পদবি আমার একমাত্র পরিচয় বহন করে না। আমি একজন মানুষ। এটাই আমার সব থেকে বড় পরিচয়।
আমার পছন্দের থেকেও বড় বিষয় আমাকে পছন্দ করা। যিনি আমাকে পছন্দ করবেন এবং তাঁর পরিবার আমার পরিবারকেও পছন্দ করবেন সেই হবে আমার জীবনসঙ্গিনী। আমার রূপকে নয় আমাকে পছন্দ হলেই কথা এগোবে।
তবে, ব্যক্তিগতভাবে আমি নারীদের লম্বা কোঁকড়া চুল পছন্দ করি। এবং মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার পছন্দ। উজ্জ্বল শ্যমলবরণ গায়ের রং আমার দুর্বলতা। সংগীতে আগ্রহ থাকলে ভালো হয়। সব রকম পরিস্হিতি হাসি মুখে কাটিয়ে ওঠার ক্ষমতা থাকা প্রয়োজনীয়।
আমার কথা ভেবে দেখবেন। যদি যোগ্য মনে হয় তবে যোগাযোগ করবেন। নমস্কার।